ডিপি ডেস্ক :
ঝিনাইদহের কোটচাঁদপুর কাগমারী গ্রামে এক রাতে কৃষকের পাঁচটি গরু চুরি হয়েছে। এ ঘটনায় ওই দুই সহোদর কৃষক ভাই শোকে ভেঙে পড়েছেন। গরুর মালিক আলম ও কলম ওই গ্রামের হযরত আলীর ছেলে।
এ বিষয়ে ভুক্তভোগীরা জানান, সোমবার দিবাগত রাত্র দুইটার দিকে কিছু বুঝে ওঠার আগেই ১০/১২ জন পিকআপ যোগে ধারালো অস্ত্র ও পিস্তল নিয়ে বাড়িতে প্রবেশ করে সে সময় গোয়ালঘর থেকে ৩টি গাভি গরু ও ২টি বাছুর গরুসহ মোট ৫টি গরু গাড়িতে তুলে নিয়ে যায়।
ঘটনার প্রতক্ষ্যদর্শী বাওড়ের গার্ড নিলু জানান রাত ২টা থেকে বাওড়ে ডিউটিতে ছিলাম। লোকজন দেখে অপর সহকর্মী ইসমাইলকে ডাক দিই। ওই সময় চোর চক্রের সদস্যরা গলায় ধারালো অস্ত্র ধরে ও মাথায় পিস্তল ঠেকিয়ে আমাকে বেঁধে রেখে চলে যায়। বাওড় সংলগ্ন কাগমারী গ্রামের দুই কৃষকের গোয়াল থেকে পাঁচটি গরু নিয়ে গেছে।
গরু চুরির ঘটনায় কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর জানান, মৌখিকভাবে ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছিলাম। গরুর মালিকেরা ১২ জনের নামে লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.