কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীদের হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে দুদকের কুষ্টিয়া জেলা সমন্বিত কার্যালয়ের চার সদস্যের একটি তদন্ত দল এ অভিযান পরিচালনা করে।
কুষ্টিয়া জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় জানান, চিকিৎসা সেবা প্রদানে রোগীদের বিভিন্নভাবে হয়রানি ও ডিউটি সময়ে চিকিৎসকদের অনুপস্থিতিসহ এমন অভিযোগের ভিত্তিতে আজকের এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, সব বিষয়ের নথিপত্র সংগ্রহ করে এবং তা আরও খতিয়ে দেখে ব্যবস্থাগ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.