
ডিপি ডেস্ক :
ফরিদপুরের ভাঙ্গায় হিন্দু সম্প্রদায়ের বিশ্বকর্মা পূজা উপলক্ষে শতাধিক বছর আগে থেকে ভাঙ্গা পৌরসভার কুমার নদে নৌকাবাইচ হতো ও ভাঙ্গা পৌরশহরে বসত মেলা। বেশ কয়েক বছর ধরে বাইচ হয় না, কিন্তু মেলা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) ভাঙ্গায় মেলা বসেছে। এরই মধ্যে কুমার নদে কিশোর, তরুণরা ট্রলার ও স্পিডবোট নিয়ে মহড়া দিয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানায়, মেলা উপলক্ষে ভাঙ্গায় বুধবার অনেক লোকের সমাগম হয়েছে। বিকেল ৩টার পর ভাঙ্গা পৌর এলাকায় কুমার নদে ২০-২৫টি ট্রলার ও স্পিডবোট ঘুরতে দেখা যায়। এর মধ্যে ২-৩টি ট্রলার ও স্পিডবোটে কিশোর ও তরুণ বেশ কয়েকজনকে দেশীয় অস্ত্র রামদা ও চায়নিজ কুড়াল হাতে মহড়া দিতে দেখা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ গতকাল বুধবার সন্ধ্যায় কুমার নদে অভিযান পরিচালনা করে। এ সময় একটি ট্রলার থেকে অস্ত্রধারী কিশোর তরুণদের নদে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে দেখা যায়।ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, গতকাল বুধবার বিকেলে কুমার নদে দেশীয় অস্ত্রের মহড়ার খবর পেয়ে পুলিশ কুমার নদে অভিযান পরিচালনা করেছে। কাউকে ধরা সম্ভব হয়নি।তবে ভিডিও দেখে চিহ্নিত করে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.