Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে র‌্যাবের নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া :

 

কুষ্টিয়া জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া। বিশেষ চেকপোস্ট স্থাপন এবং টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সুষ্ঠুভাবে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সতর্ক থেকে দায়িত্ব পালন করছেন বাহিনীর সদস্যরা।

 

২২শে সেপ্টেম্বর কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন র‌্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (পিপিএম)। পরিদর্শন শেষে তিনি বলেন, সম্প্রীতি রক্ষায় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে র‌্যাব-১২, সিপিসি-১: কুষ্টিয়া (কুষ্টিয়া সদর, কুমারখালী, দৌলতপুর, মিরপুর, ভেড়ামারা ও খোকসা) এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট, কুইক রেসপন্স টিম ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করবে র‌্যাব।

 

তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রতিটি পূজামন্ডপে বিশেষ নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে র‌্যাবের সাদা পোশাকের টিম সার্বক্ষণিক পর্যবেক্ষেণে থাকবে। আগামী ২৮ ই সেপ্টেম্বর ৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হবে এবং ২ রা অক্টোবর বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গাপূজা।

 

আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে কুষ্টিয়ায় পূজার সকল প্রস্তুতি নির্বিঘ্নে চলছে, এবং প্রস্তুতি হিসেবে মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন,বাংলাদেশ উদযাপন পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক, বাবু জয়দেব বিশ্বাস।

 

এ বছর কুষ্টিয়া জেলায় মোট ২৫০ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। তার মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৮১ টি ও কুষ্টিয়া পৌর এলাকায় ৪৬ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে।

 

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক দেবেশ চন্দ্র সরকার বলেন, প্রতি বছরের মতো এ বছরও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে, যেহেতু জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করছে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে।

Exit mobile version