প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১২:০৫ এ.এম
ফরিদপুরে পানিতে ডুবে দুই নাতিসহ দাদির মৃত্যু, নিখোঁজ ১
ডিপি ডেস্ক :
ফরিদপুর সদর উপজেলায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই নাতিসহ দাদীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচর গ্রামের কুমার নদে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন একই গ্রামের তোতা মৃধার ছেলে তৌসিফ মৃধা (৮), সরফউদ্দিন মৃধার ছেলে সোয়াদ (৭) এবং তাদের দাদী মালেকা বেগম (৬৮)। এর মধ্যে মালেকা বেগম ও তৌসিফের মরদেহ উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছে সোয়াদের লাশ।
স্থানীয় সূত্র জানায়, আজ দুপুর দেড়টার দিকে মালেকা বেগম তার দুই নাতিকে নিয়ে বাড়ির পাশের কুমার নদে গোসল করতে যান। একপর্যায়ে শিশু তৌসিফ ও সোয়াদ নদীতে ডুবে যায়। নাতিদের বাঁচাতে দাদি নদীতে ঝাঁপ দিলে তিনজনই নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
পরে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল বিকেল ৫টার দিকে স্থানীয়দের সহায়তায় নদী থেকে মালেকা বেগম ও তৌসিফের মরদেহ উদ্ধার করে।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোহাম্মদ নিসার আলী বলেন, সন্ধ্যার আগে দুটি মরদেহ উদ্ধার করা হয়। আরো এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। সন্ধ্যার কারণে অভিযান বন্ধ করা হয়েছে।শুক্রবার সকালে উদ্ধার কার্যক্রম পুনরায় শুরু হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.