Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৬৫০ গ্রাম দানাদার রুপা জব্দ

ডিপি ডেস্ক :

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে বিজিবি এক কেজি ৬৫০ গ্রাম দানাদার রুপা জব্দ করেছে। 

 

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বয়রা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। রুপার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১৩ হাজার ১৫০ টাকা।

 

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির উপস্থিতি টের পেয়ে এক পাচারকারী পালিয়ে যায়। পরে তার ফেলে যাওয়া গামছা থেকে তিনটি প্যাকেটে বাঁধা রুপা জব্দ করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version