
ডিপি ডেস্ক :
যশোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫। উৎপত্তিস্থল ছিল যশোরের মণিরামপুর উপজেলায়। শনিবার দুপুর ২টা ২৭ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়।
যশোর বিমানবাহিনী নিয়ন্ত্রিত আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল জেলা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে, মণিরামপুর এলাকায়। যদিও ভূকম্পনের মাত্রা খুব বেশি ছিল না, তবে এটি চলতি সেপ্টেম্বর মাসে দেশের ভেতরে তৃতীয়বারের মতো অনুভূত ভূমিকম্প।
মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিষাত জামান বলেন, ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হলেও এর তীব্রতা ছিল তুলনামূলকভাবে কম। ফলে অধিকাংশ মানুষ সেটি বুঝতেও পারেনি।উপজেলা পর্যায়ে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, আজকের ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
এর আগে, চলতি মাসের ১৪ সেপ্টেম্বর ভারতের আসাম অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার এবং ২১ সেপ্টেম্বর সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। ১৪ সেপ্টেম্বরের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আসাম উপত্যকা ও হিমালয় পর্বতমালার মধ্যবর্তী অঞ্চলে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই ধরনের মৃদু ভূমিকম্প ভূতাত্ত্বিকভাবে স্বাভাবিক ঘটনা হলেও ভূমিকম্পের ঝুঁকির বিষয়টি মাথায় রেখে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছে তারা।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.