নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া :
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন-কেইউজে’র বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে শনিবার (২৭ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলা শিল্পকলা ভবনের ৪র্থ তলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে’র মহাসচিব কাদের গনি চৌধুরী, সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ ও দপ্তর সম্পাদক মো. আবু বকর।
সভায় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুর রাজ্জাক বাচ্চু এবং কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন-কেইউজে’র সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপু।
সাধারণ সভায় সংগঠনের কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা সাংবাদিকদের অধিকার রক্ষা, ন্যায়সংগত দাবি আদায় এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যরা একসঙ্গে মিলিত হয়ে সাংবাদিকতার মানোন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.