ডিপি ডেস্ক :
ঝিনাইদহের মহেশপুরে ৪টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার কালিগঞ্জ জীবননগর মহাসড়কের কাকিলা দাড়ি নামক স্থানে হাজী ডিলাক্স এক্সপ্রেস পরিবহণের একটি বাসে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
শনিবার রাত ৯টার দিকে এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম।
গ্রেফতারকৃতরা হলেন কালীগঞ্জ উপজেলার খৈদ্দরায় গ্রামের কার্তিক চন্দ্র বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস (২৫) ও কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে শ্রী রনজিত বিশ্বাস (২৫)।
৫৮ বিজিবির সিও কর্নেল রফিকুল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কালীগঞ্জ থেকে জীবননগরগামী হাজি ডিলাক্স এক্সপ্রেস বাসে স্বর্ণ পাচার হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা মহেশপুর সীমান্তের কাকিলাদাড়ী বাজারে অবস্থান নেন। পরে বাসে তল্লাশি চালিয়ে সৌরভ বিশ্বাসকে আটক করা হয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী, অপর চোরাকারবারি শ্রী রনজিত বিশ্বাসকে একটি হিরো হোন্ডা মোটরসাইকেলসহ আটক করা হয়। মোটরসাইকেলটি তল্লাশি চালিয়ে ৪টি স্বর্ণের বার ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.