Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভারতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নারী-শিশুসহ অন্তত ৩৬ জন নিহত

অনলাইন ডেস্ক :

ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের রাজনৈতিক সমাবেশে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তামিলনাড়ুর করুর জেলায় বিজয় সরকারের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন শিশু এবং ১৬ জন নারী রয়েছেন।  কর্মকর্তাদের বরাতে জানা যায়, আরো ৪৬ জন আহত হয়েছেন।তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির।

 

প্রত্যক্ষদর্শীদের মতে, নিহত প্রাপ্তবয়স্করা সবাই বিজয়ের দল তামিলাগা ভেট্ট্রি কাজগম-এর সমর্থক ছিলেন। তারা সকাল থেকে সমাবেশস্থলে ভিড় জমিয়েছিলেন এবং প্রায় ছয় ঘণ্টা অপেক্ষা করেছিলেন।কিন্তু বিজয়ের আগমন দেরি হওয়ায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

 

ঘটনার খবর পেয়ে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত করুরে পৌঁছান। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন জেলা প্রশাসক ভি. সেথিলবালাজিকে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেন।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মুখ্যমন্ত্রী লিখেছেন, করুর থেকে আসা খবর অত্যন্ত উদ্বেগজনক।পদদলিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বহু মানুষ। তাদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণে একের পর এক মানুষ অজ্ঞান হয়ে পড়লে বিজয় হঠাৎ নিজের বক্তব্য শেষ করেন। পরে তিনি বিশেষ প্রচার বাস থেকে স্বেচ্ছাসেবকদের সঙ্গে মিলে ভিড়ের দিকে পানির বোতল ছুড়ে দেন। কয়েক ডজন মানুষকে অ্যাম্বুল্যান্সে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।তবে অতি ভিড়ের কারণে অ্যাম্বুল্যান্সগুলো ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে।

 

করুরে এই ঘটনায় তামিলনাড়ুতে শোক ও ক্ষোভের ছড়াছড়ি দেখা দিয়েছে। নিহতদের পরিচয় এখনো সম্পূর্ণ নিশ্চিত করা যায়নি। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।সূত্র : এনডিটিভি

Exit mobile version