সজীব নন্দী (কুষ্টিয়া ) :
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ।কুষ্টিয়া মিলপাড়া দিগন্ত সংঘ পূজা মন্দির কমিটির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব । অশুভ শক্তিকে শোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দুসম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।
আজ মহাঅষ্টমীর পূজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর, ১৪ আশ্বিন) যে কারণে সকাল সকালই মন্ডপে উপস্থিত হবেন ভক্তরা।চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী-দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা চলবে বলে জানান, মিলপাড়া দিগন্ত সংঘ পূজা মন্দির কমিটির আয়োজকরা।
মিলপাড়া দিগন্ত সংঘ পূজা মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরকার বলেন,আমরা পূজার সকল প্রস্তুতি সম্পন্ন করেছি, পূজা মন্দিরে সরকারের সকল নির্দেশনা মোতাবেক পূজা অনুষ্ঠিত হবে।
মিলপাড়া দিগন্ত সংঘ পূজা মন্দির কমিটির দায়িত্বে রয়েছেন, সাধারণ সম্পাদক দিলীপ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শোভন কুমার পাল,সহ-প্রচার সম্পাদক উত্তম ঠাকুর, প্রচার সম্পাদক অন্তিম বিশ্বাস পলাশ, সহ-সাধারণ সম্পাদক কালা ঠাকুর, সহ-সভাপতি বাপ্পি বাগচী, কোষাধাক্ষ দিলীপ বিশ্বাস, স্বেচ্ছাসেবক অমিত চৌধুরী, কৃষ্ণ কর্মকার, দীপক , গোবিন্দ, সুমন পাল সহ- দিগন্ত সংঘ পূজা মন্দির কমিটির আয়োজকরা ।
পুরোহিত অরুন বাগচী বাপ্পি বলেন, গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর)ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দূর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। মা দুর্গা সবার জন্য মঙ্গল বয়ে আনবে। আমরা পূজার সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সোমবার ( ২৯ সেপ্টেম্বর) বোধন পূজার মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শুরু হবে। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী, ১ অক্টোবর মহানবমী, ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শারদীয় দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটবে।এবার পৃথিবীতে দশভুজার আগমণ হবে হাতিতে চড়ে আর কৈলাশে ফিরবেন দোলায়।
কুষ্টিয়া মিলপাড়া দিগন্ত সংঘ পূজা মন্দির কমিটির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পূজা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও গার্ড নিয়োগ ,২ জন মহিলা ও ৬ জন পুরুষ আনসার মোতায়েন করা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়েছে।মণ্ডপে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ মোতায়েন থাকবে। সেইসঙ্গে টহল টিমও কাজ করবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।কোথাও কোনো সমস্যা হলে দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ সুপারকে অবহিত করার জন্য সকলকে পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, প্রতিটি পূজা মন্দিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পূজা মন্দিরে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ছাড়া আনসার মোতায়েন করা হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.