অনলাইন ডেস্ক :
হোয়াটসঅ্যাপে এখন থেকে অপরিচিত ভাষার মেসেজ অনুবাদ করতে আর আলাদা কোনো অ্যাপের প্রয়োজন হবে না। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে যুক্ত হয়েছে নতুন অনুবাদ ফিচার, যা ব্যবহারকারীদের জন্য যোগাযোগকে আরও সহজ করে তুলবে।
কীভাবে কাজ করবে ফিচারটি যদি কোনো মেসেজের ভাষা ব্যবহারকারীর বোধগম্য না হয়, তাহলে সেটির ওপর লং প্রেস করতে হবে। এরপর স্ক্রিনে ট্রান্সলেট অপশন দেখা যাবে। ওই অপশনে চাপ দিলে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। নির্বাচন করার পর মুহূর্তেই মেসেজটি অনুবাদ হয়ে যাবে।
বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটিরও বেশি। বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে যোগাযোগে অনেক সময় ভাষাগত প্রতিবন্ধকতা তৈরি হয়। নতুন এই ফিচার সে সমস্যা দূর করবে বলে আশা করা হচ্ছে। ফলে এক দেশের মানুষ অন্য দেশের মানুষের পাঠানো বার্তাও সহজে বুঝতে পারবেন।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, ধাপে ধাপে সবার জন্য এই সুবিধা উন্মুক্ত করা হচ্ছে। যাদের ফোনে অ্যাপটির সর্বশেষ সংস্করণ ইনস্টল করা আছে, তারাই প্রথমে এই ফিচার পাবেন। এখনো ফিচারটি দেখা না গেলে অ্যাপটি হালনাগাদ (আপডেট) করার পরামর্শ দেওয়া হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.