প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৫, ১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ১২:১৪ এ.এম
পাকিস্তানে প্রেমের বিয়ে নিয়ে ২ সম্প্রদায়ের সংঘর্ষ, ২ নিহত
অনলাইন ডেস্ক :
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পাকপত্তন জেলার আরিফাবাদ গ্রামে বুধবার একটি প্রেমের বিয়েকে কেন্দ্র করে দুই প্রতিদ্বন্দ্বী সম্প্রদায়ের মধ্যে মারাত্মক সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, পানওয়ার ও আরাইন সম্প্রদায়ের মধ্যে এই সংঘর্ষের সময় দুই পক্ষই ব্যাপক গুলি চালায়। এ সময় আরাইন সম্প্রদায়ের গোলাম মুর্তজা নামের ৫০ বছর বয়সী এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।এ ছাড়া গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে একই সম্প্রদায়ের আরো চারজন গুরুতর আহত হন।
এদিকে সংঘর্ষ চলাকালে পানওয়ার সম্প্রদায়ের মুনির নামে একজনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় বলে জানা গেছে। গোষ্ঠীটির আরো একজন গুলিতে আহত হয়েছেন।
এ ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ অফিসার জাভেদ চাদহার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে।জড়িতদের খুঁজে বের করে দ্রুত গ্রেপ্তারের জন্য একটি বিশেষ দল গঠন করেছে পুলিশ।
চাদহার নিশ্চিত করেছেন, উভয় পক্ষের ১০ জন সন্দেহভাজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ও বাকি অপরাধীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।তিনি আরো বলেন, পরবর্তীতে সহিংসতা রোধ করতে গ্রামে এলিট ফোর্স ও পুলিশ মোতায়েন করা হয়েছে।গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য সাহিওয়াল টিচিং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.