ডিপি ডেস্ক :
যশোরের সদর উপজেলার পৃথক দুটি স্থানে পানিতে ডুবে তিন শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সাতমাইল ও ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে। নিহত শিশুদের মধ্যে দুজন খালাতো ভাই এবং অন্যজন অন্য একটি পরিবারের সদস্য।
নিহতরা হলেন সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে মুজাহিদ (৭), রসুলপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রহমত বিশ্বাস জীবনের ছেলে আপন (৮) এবং দোগাছিয়া গ্রামের বিপুল হোসেনের ছেলে তাওহীদ হাসান (৫)।
আপনের চাচা শহিদুল ইসলাম বিশ্বাস জানান, তার ভাইপো আপন তার মায়ের সঙ্গে সাতমাইল গ্রামে নানা বাড়ি বেড়াতে গিয়েছিল। দুপুর ১২টার দিকে আপন ও খালাতো ভাই মুজাহিদ বাড়ির পাশের লাউখালি বাওড়ে মাছ ধরতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাদের দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
তবে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তাদের দুজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে ইসলামপুর এলাকায় পানিতে ডুবে মারা যায় শিশু তাওহীদ হাসান। তার নানা তরফ আলী জানান, সকালে পরিবারের সবার অজান্তে তাওহীদ বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতয়ালী মডেল থানার ওসি আবুল হাসনাত বলেন, পৃথক দুটি স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে দুজন সম্পর্কে খালাতো ভাইল বর্তমানে শিশু দুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অপর এক শিশুর মরদেহ হাসপাতালে আনা হয়নি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.