Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

দৌলতপুরে পদ্মায় ইলিশ রক্ষায় অভিযান,অবৈধ জাল জব্দ ও জরিমানা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে পদ্মা নদীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে প্রায় ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জনি (৩০) নামে এক অসাধু জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। পরে জব্দকরা অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমদ স্বপন জানান, মা ইলিশ রক্ষায় বর্তমানে পদ্মা নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে।

 

নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের অভিযানে তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানে এক জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মা ইলিশ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Exit mobile version