ডিপি ডেস্ক :
বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার মি. পাওনকুমার তুলসিদাস বাদে এবং দ্বিতীয় সেক্রেটারি মি. গৌরব কুমার আগারওয়াল। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে পরিদর্শনকালে তারা বেনাপোল স্থলবন্দর পরিচালক মো. শামীম হোসেন রেজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরে তারা নবনির্মিত কার্গো ভেহিকেল টার্মিনাল ঘুরে দেখেন এবং বন্দর এলাকার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তারা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, সীমান্ত বাণিজ্যের প্রসার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।
এতে ভবিষ্যতে বাংলাদেশ-ভারত বাণিজ্য আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা। পরিদর্শন শেষে ডেপুটি হাইকমিশনার ও দ্বিতীয় সেক্রেটারি বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের উদ্দেশে রওনা দেন।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন বলেন, ভারতের ডেপুটি হাইকমিশনার ও দ্বিতীয় সেক্রেটারি বেনাপোলে এসে নবনির্মিত কার্গো টার্মিনাল পরিদর্শন করেন। তারা বন্দর উন্নয়ন ও সেবার মানে সন্তোষ প্রকাশ করেছেন।
পরিদর্শনকালে বেনাপোল স্থলবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.