Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া :

 

সারাদেশের মতো কুষ্টিয়ায় শুরু হয়েছে জাতীয় টাইফয়েড কনজ্যুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান কর্মসূচি শুরু।

 

আজ ১২ অক্টোবর ২০২৫ সকালে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

 

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত সব ছেলে-মেয়েকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনতে হবে। টাইফয়েড এখন একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা।এই টিকা নেওয়ার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে টাইফয়েডের ভয়াবহতা থেকে রক্ষা করতে পারব।

 

তিনি আরও বলেন,রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন খুবই সহজ। ঘরে বসেই অভিভাবকরা সন্তানদের নিবন্ধন করে দিতে পারেন। কোনো শিশু যেন এই কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

 

টিকার নিরাপত্তা নিয়ে ভুল ধারণা প্রসঙ্গে জেলা প্রশাসক আরো বলেন, অনেকে মনে করেন টিকার পার্শ্বপ্রতিক্রিয়া আছে। কিন্তু এসব অপপ্রচারে কান দেওয়া উচিত নয়। সরকার ও স্বাস্থ্য বিভাগের নিয়মিত তদারকিতে এই টিকা সম্পূর্ণ নিরাপদ।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা তথ্য অফিসের কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং কুষ্টিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় দেশের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশু ও প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে।

Exit mobile version