অনলাইন ডেস্ক : মহাবিশ্ব এবং পৃথিবীর বিবর্তনের বোঝাপড়ায় অগ্রগতি সাধন করে এ বছর পদার্থে নোবেল পুরস্কার পেয়েছেন এই তিন বিজ্ঞানী। তারা হলেন জেমস পেবেলস, মাইকেল মেয়র এবং দিদিআর কোয়েলজ।
মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় বেলা পৌনে ১২টার দিকে পদার্থে নোবেল ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
সুইডেনের দ্য রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্সেস থেকে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়।
এর আগে, গতকাল সোমবার চিকিৎসা বিজ্ঞানে ২০১৯ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়ে। চিকিৎসায় তিন নোবেলজয়ী হলেন- মার্কিন চিকিৎসাবিদ উইলিয়াম জি. কেইলিন জুনিয়র, গ্রেগ এল সেমেনজা ও ব্রিটিশ চিকিৎসাবিদ স্যার পিটার জে. র্যাটক্লিফ।
নোবেল কমিটিগুলোর ঘোষণা অনুযায়ী- ৯ অক্টোবর পৌনে ৪টায় রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে রসায়ন বিদ্যায়, ১০ অক্টোবর বিকেল ৫টায় দ্য রয়্যাল সুইডিশ একাডেমি থেকে সাহিত্য এবং ১১ অক্টোবর নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে, ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করবে।