Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ঝিনাইদহে নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

ডিপি ডেস্ক :

 

ঝিনাইদহ শহরের গোবিনাথপুর ছাগল প্রজনন কেন্দ্রের পাশে একটি কাঠ আড়তের ভেতর থেকে তাছলিমা খাতুন (৩০) নামে এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে।

 

রবিবার রাত ১০টার দিকে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। নিহত তাছলিমা খাতুন শহরের গোবিনাথপুর গ্রামের লাল মিয়ার স্ত্রী।

এ ঘটনায় নিহতের স্বামী লাল মিয়া পলাতক রয়েছে। লাল মিয়া শহরের গোবিনাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় নিহত তাছলিমা খাতুন বাড়িতে না ফেরায় তার সন্তান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। কোথাও না পেয়ে ছেলে রাত ৮টার দিকে ছাগল প্রজনন কেন্দ্রের পাশে কাঠ আড়তের ভিতরে বস্তাবন্দী একটি লাশ পড়ে থাকতে দেখে। ঘটনাটি এলাকার সাবেক কমিশনারকে জানায়। পরে তিনি বিষয়টি প্রশাসনকে জানান।

খবর পেয়ে ঝিনাইদহ থানা পুলিশ, র‌্যাব, সিআইডি ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়। পারিবারিক কলহের কারণে তাকে হত্যা করে লাশ বস্তাবন্দী করেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা যতটুকু জানতে পেরেছি কাঠ আড়তের মালিক লাল মিয়ার স্ত্রী তাসলিমা খাতুনের লাশ। তবে উদ্ধার কাজ শেষ না হলে বিস্তারিত জানাতে পারবো না।

Exit mobile version