Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩ জনের, আক্রান্ত আরো ৮৫৭

অনলাইন ডেস্ক :

গত ২৪ ঘণ্টা দেশে এডিস মশা জনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ২৩৩ জনের মৃত্যু হলো।

এদিকে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫৭ ডেঙ্গু রোগী। এনিয়ে চলতি বছের ৫৫ হাজার ৪১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে।এদের মধ্যে ৫২ হাজার ৫৬১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। এতে রবিবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৩৩ জনের।

এর মধ্যে সেপ্টেম্বর মাসে মৃত্যু হয়েছে ৭৬ জনের। এ ছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারি মাসে তিনজনের মৃত্যু হয়েছে। মার্চ ছিল মৃত্যুহীন। এপ্রিলে ৭, মে মাসে ৩ জনের মৃত্যু হলেও বাড়তে থাকে জুন মাস থেকে।

জুনে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়। জুলাইয়ে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪১ জনে আর আগস্টে মৃত্যু ছিল ৩৯ জনের। আর চলতি অক্টোবরে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Exit mobile version