নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া :
বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫-তম তিরোধান দিবস কুষ্টিয়া ও ঢাকা ছাড়াও জাতীয় পর্যায়ে সারাদেশে একযোগে পালিত হবে।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার লালন একাডেমির মাজার প্রাঙ্গণে আগামী ১কার্তিক থেকে ৩ কার্তিক, ১৪৩২ (১৭-১৯ অক্টোবর, ২০২৫) পালিত হবে এ তিরোধান দিবস।
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২ কার্তিক, ১৪৩২ (১৮ অক্টোবর, ২০২৫) পালিত হবে এ দিবসটি। এছাড়াও জাতীয় পর্যায়ে সারাদেশে একযোগে পালিত হবে এ তিরোধান দিবসটি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এ তিরোধান দিবস পালনের ব্যাবস্থাপনায় থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
ছেঁউড়িয়ার লালন একাডেমির মাজার প্রাঙ্গণে আখড়াবাড়িতে দিনভর ভাবগীতির সুর, আলাপ, দর্শন-চর্চা আর মাটির গন্ধে ভরে উঠবে। টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহ'সহ গাইবেন সারাদেশ থেকে আগত খ্যাতনামা বাউল-ফকিরগণ।
লালন তিরোধান দিবসের উৎসবে লালনের গান পরিবেশন করবেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, লালন ব্যান্ড, নীরব এন্ড বাউলস, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহী, সমগীতসহ আরও অনেক শিল্পী ও গানের দল।
বাউল সম্রাট ফকির লালনের বাণী আর সুরের গহীনে ডুব দিতে অনেক ভক্ত সাধক, পাগল-ফকির, দর্শনার্থীরা ভিড় জমাবে এ তিরোধান দিবসের আয়োজনে। ১৯ অক্টোবর রবিবার শেষ হবে এবারের তিরোধান দিবস।এ আয়োজনে থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
আগামী ১৭ অক্টোবর হলো লালন সাঁইয়ের তিরোধান দিবস। ১৮৯০ সালের এই দিনে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন তিনি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.