ডিপি ডেস্ক :
চুয়াডাঙ্গা সদরে রফিকুল ইসলাম (৪৫) নামের এক ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পৌর শহরের সিএন্ডবিপাড়ার একটি দোকানঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।নিহত রফিকুল ইসলাম সিএ্যান্ডবি মাঠপাড়ার ওহাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সার্কিট হাউস সংলগ্ন ছোট ভাইয়ের বাঁশ ও সেনেটারি সামগ্রীর দোকানের ভেতরে ঝুলন্ত অবস্থায় রফিকুলের মরদেহ পাওয়া যায়।
তার স্ত্রী মরদেহটি দেখতে পেয়ে চিৎকার দেন। পরে স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পুলিশে খবর দেয়।স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম জানান, রফিকুল বেশকিছু দিন ধরে ঋণগ্রস্ত ছিল। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল সে।নেশা করায় তাকে কেউ ইজিবাইক ভাড়া দিতেও চাচ্ছিল না। তাই সে নিজেই আত্মহননের পথ বেছে নিতে পারেন।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা হতে পারে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.