
ডিপি ডেস্ক :
খুলনায় ফুলতলায় নিজ ঘর থেকে এক গৃহবধূর গলা কাটা মরদেহ ও তেরখাদায় প্লাস্টিকের বস্তায় এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে। এ ছাড়া রূপসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই যুবক।
এ বিষয়ে পুলিশ জানায়, জেলার ফুলতলায় আছিয়া বেগম (৩২) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার দামোদর ইউনিয়নের হ্যাচারি পাড়া মোড় সংলগ্ন নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আছিয়া ওই এলাকার শহীদ মোল্লার স্ত্রী।ঘটনাস্থল থেকে সন্দেহভাজন মো. হোসেন কাজী নামের এক যুবককে বাড়ির ছাদের পানির ট্যাংকের ভেতর থেকে আটক করেছে পুলিশ।ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লাল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে, তেরখাদা উপজেলার শেখপুরা মধ্যপাড়ার জামের মসজিদের পাশে মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে প্লাস্টিকের বস্তায় মোড়ানো এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয়রা জানান, ভোরের দিকে মসজিদের পাশে পড়ে থাকা বস্তা দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। বস্তা খুললে ভেতরে নবজাতকের মরদেহ পাওয়া যায়।
এ বিষয়ে তেরখাদা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাত কেউ নবজাতকটিকে সেখানে ফেলে যায়।তদন্ত চলছে।তিনি জানান, নবজাতকের বয়স আনুমানিক এক দিন হবে। পরিচয় শনাক্ত না হলে মরদেহটি আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা করা হবে অন্যদিকে, রূপসা উপজেলার আইচগাতী দেয়াড়া বটতলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই যুবক। গতকাল সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন ইউনুস সরদার সাগর (৩২) ও শাহিন শেখ (২৮)।
এ বিষয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.