ডিপি ডেস্ক :
ময়মনসিংহে পূজামণ্ডপে ৩ জনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. মামুন [২৭] নামের এক যুবককে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ নিয়ে নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গতকাল বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর বড় কালীবাড়ীস্থ বন্ধুসংঘ শ্যামা পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- অটোমিস্ত্রি মানিক সরকার [২৮], তার স্ত্রী ভারতী সরকার [২৪] এবং বড় কালীবাড়ী বন্ধুসংঘ শ্যামা পূজা কমিটির সাধারণ সম্পাদক সাধন সরকার [৫৭]। তারা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ভারতী সরকারকে ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় যুবক দ্বীপ। তিনি আরও বলেন, ছুরিকাঘাতে ভারতী সরকারের ফুসফুস কেটে গেছে। রক্তক্ষরণ বন্ধ হচ্ছে। তার অবস্থা শঙ্কটাপন্ন।
বন্ধুসংঘ শ্যামা পূজা কমিটির সভাপতি রতন পাল বলেন, প্রতিবারই সন্ত্রাসী মামুন পূজার সময় আমাদের কাছে টাকা চায়। এবারও সে টাকা চেয়েছিল, না দেওয়া পূজা কমিটির সাধারণ সম্পাদক সাধন সরকারসহ ৩ জনকে ছুরিকাঘাত করেছে। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন ছিল।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা [ওসি] শিবিরুল ইসলাম বলেন, আটক মামুনকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। সেই সঙ্গে মামলা দায়ের প্রক্রিয়াধীন। বতর্মানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, পূজামণ্ডপ এলাকায় ৩ জন ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।ঘটনার বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অন্য অপরাধীদেরও গ্রেপ্তার করা হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.