Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১০ বাংলাদেশী আটক

ডিপি ডেস্ক :

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দালালসহ ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (২৯ অক্টোবর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। আটকদের মধ্যে সাতজন পুরুষ, একজন নারী ও দুজন শিশু রয়েছে। তারা সবাই ঝিনাইদহ, কক্সবাজার, গোপালগঞ্জ, সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ৫৮ বিজিবির অধীন কুসুমপুর মাঠিলা বাঘাডাঙ্গা টহল দল সীমান্তে অভিযান চালিয়ে ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। অন্যদিকে, উথলী বিওপির টহল দল সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। মহেশপুর ৫৮ বিজিবি সরকারি পরিচালক ইমদাদুর রহমান বলেন, তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Exit mobile version