Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

দেশের অধিকাংশ স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা!

অনলাইন ডেস্ক :

 

আজকে রাত ১০ টা থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে দেশের অধিকাংশ স্থানে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। ইতোমধ্যেই কিছুকিছু স্থানে শুরু হয়েছে।

এর মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সকল জেলা এবং টাঙ্গাইল, মানিকগঞ্জ,ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ,চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ফরিদপুর ও এর আশেপাশের বেশকিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

এছাড়া খুলনা, ঢাকা বিভাগের বাকি জেলাগুলো এবং বরিশাল বিভাগের সকল জেলা ও চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ফেনী,নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর বি বাড়িয়া, বান্দরবান ও এর আশেপাশের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতেপারে।

এসময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের কিছুকিছু স্থানে বায়ুচাপের তারতম্যের কারনে আকষ্মিকভাবে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা ও রয়েছে।

দেশে সক্রিয় হয়েছে বৃষ্টি বলয় আঁখি। চলতে পারে ২ তারিখ পর্যন্ত।তবে অনুকূল পরিবেশ বজায় থাকলে কিছুকিছু স্থানে ৩ তারিখ পর্যন্ত চলতে পারে। BWOTL

Exit mobile version