
ডিপি ডেস্ক :
টাঙ্গাইলের দেলদুয়ার থেকে বিপুলসংখ্যক ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল ক্যাম্পে সংবাদ সম্মেলনে কম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন এ তথ্য জানান।
এ বিষয়ে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি এক নারী মাদক কারবারি টাঙ্গাইল সদর এলাকা থেকে সিএনজিচালিত অটোতে ইয়াবা নিয়ে নাগরপুরের উদ্দেশ্যে যাচ্ছেন। পরে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে দেলদুয়ার-টাঙ্গাইল রোডের মোহাম্মদপুর পূর্বপাড়া জামে মসজিদের সামনে তল্লাশি চৌকি বসিয়ে র্যাব সদস্যরা যানবাহন তল্লাশি শুরু করেন। তল্লাশির সময় গাজীপুর জেলার কাপাসিয়া থানার বাহাকোদিয়া এলাকার বাসিন্দা মর্জিনা বেগমকে (৩৮) গ্রেপ্তার করা হয়। তিনি হাফিজ উদ্দিন দর্জির মেয়ে। তার কাছ থেকে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি স্মার্টফোন এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২০০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার বাজারমূল্য প্রায় ১১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে তিনি আরো বলেন, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলমান থাকবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.