রাজধানীর মিরপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ১০০ ভরি স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার তিন জন
S K
ডিপি ডেস্ক :
রাজধানীর মিরপুর দারুস সালাম থানা এলাকায় একজন ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩২ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া মালামাল, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৮ ভোলা ক্যাম্প এ তথ্য জানায়। এর আগে দুপুর আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার উত্তর চর ভেদুরিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন মো. হোসেন সোহান (৩৩), বকুল বিবি (৫৬), কুলসুম বিবি (৫০)। সোহান ও বকুল বিবি উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের, আর কুলসুম বিবি ধনিয়া ইউনিয়নের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, হোসেন সোহান ও তার সহযোগীরা ঢাকাসহ সারা দেশে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত। এর ধারাবাহিকতায় গত ১৯ অক্টোবর ঢাকার মিরপুর দারুস সালাম থানার মাজার রোড এলাকায় ৫-৬ জন দুষ্কৃতকারী একজন ব্যবসায়ীর বসত বাড়িতে অবস্থানরত স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে তার হাত, পা ও মুখ বেঁধে লুটপাট চালায়।ওই সময় তারা ওই ব্যবসায়ীর আলমারীর লক ভেঙ্গে নগদ ৩২ লাখ ৫ হাজার টাকা ও ১০৫ ভরি স্বর্ণালংকারসহ কিছু মোবাইল ফোন নিয়ে চলে যায়।
ঘটনার পর ঢাকার দারুস সালাম থানায় মামলা দায়ের করা হয়। পরে আধুনিক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা সূত্রের মাধ্যমে ৩০ অক্টোবর সকালে ঘটনার মূল হোতা মো. বিল্লালকে ঢাকার সদরঘাট থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোলা ক্যাম্পের একটি অভিযানিক দল ৩০ অক্টোবর দুপুর আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার উত্তর চর ভেদুরিয়া এলাকা থেকে সোহান, বকুল বিবি ও কুলসুম বিবিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এক ভরি ১০ আনা ১ রতি ৪ পয়েন্ট স্বর্ণালংকার, ৮ ভরি ২ আনা ৪ রতি সিটি গোল্ড, নগদ ৮০ হাজার টাকা ও ব্যবহৃত ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।র্যাব জানায়, মামলার সাথে সম্পর্কিত অন্যান্য পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।