প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ১১:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ১২:৩০ এ.এম
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক :
শিক্ষার্থীদের আর্থিক অসুবিধা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় অবশেষে বিভিন্ন পরীক্ষার ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরসহ সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। এতে শিক্ষার্থীদের প্রতিনিধিরাও অংশ নেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরীক্ষার ফি কমানোর দাবিতে শিক্ষার্থীরা অভিযোগ ও প্রস্তাব দিয়ে আসছিলেন। তাদের সেই দাবি পর্যালোচনা করেই ফি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরো জানিয়েছে, এ বিষয়ে একটি চূড়ান্ত ঘোষণা আগামী ১৫ নভেম্বরের মধ্যে দেওয়া হবে। কিন্তু ঘোষণার আগে কলেজ অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের নীতি-নির্ধারকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
তবে যেহেতু অনেক শিক্ষার্থী চলমান পরীক্ষার জন্য ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, তাই ফি কমানোর এই সিদ্ধান্তটি শিগগিরই কার্যকর হচ্ছে না। এটি কার্যকর হবে অনার্স চতুর্থ বর্ষ, পাস কোর্স দ্বিতীয় বর্ষ এবং এর পরের সব পরীক্ষায়।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.