Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বিশ্ববাজারে ফের বেড়েছে সোনার দাম

অনলাইন ডেস্ক :

 

মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার হ্রাস এবং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির ফলাফল নিয়ে চলমান অনিশ্চয়তার কারণে বৃহস্পতিবার সোনার দাম প্রায় ২ শতাংশ বেড়েছে।

নিউইয়র্কের সময় সকাল ৯ টা ৪৩ মিনিট স্পট গোল্ডের ১ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি তিন হাজার ৯৭০.৩৬ ডলারে দাঁড়ায়। এর আগে দিনের শুরুতে এটি প্রায় ২ শতাংশ বেড়েছিল। ডিসেম্বরের জন্য ইউএস গোল্ড ফিউচার্স আউন্সপ্রতি তিন হাজার ৯৯২.৪০ ডলারে স্থির ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, বেইজিং যদি মার্কিন সয়াবিন কেনা এবং বিরল খনিজ রপ্তানি পুনরায় শুরু করে এবং অবৈধ ফেন্টানিল ব্যবসা দমনে কঠোর পদক্ষেপ নেয়, তবে তিনি চীনের ওপর শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করবেন।
সিপিএম গ্রুপের ব্যবস্থাপনা অংশীদার জেফরি ক্রিশ্চিয়ান বলেন, ‘স্বর্ণে কিছুটা দুর্বলতা দেখা গিয়েছিল… কিন্তু (চীন-মার্কিন চুক্তির) বিশদ বিবরণ প্রকাশিত হওয়ার পর মানুষ যখন বুঝতে পারল যে এটি একটি খুব ফাঁপা চুক্তি, তখন বাজার থেকে বাণিজ্য যুদ্ধ শেষ হওয়ার যেকোনো ধরনের আশাবাদ সরে গেছে।’এই যুদ্ধবিরতি ক্ষণস্থায়ী হতে পারে, এমন উদ্বেগে শেয়ারবাজারের দরপতন হয়েছে।

এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভ বুধবার বাজারের প্রত্যাশা অনুযায়ী সুদের হার কমিয়েছে, তবে ইঙ্গিত দিয়েছে, চলতি সরকারি অচলাবস্থা মূল অর্থনৈতিক তথ্যের প্রাপ্যতাকে হুমকির মুখে ফেলায় এটি এই বছরের জন্য চূড়ান্ত হ্রাস হতে পারে।

কম সুদের হারের পরিবেশে নিরাপদ সম্পদ স্বর্ণ আরো আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ এটি একটি অ-উৎপাদনশীল সম্পদ। এটি ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময়েও সাধারণত উন্নতি লাভ করে।
অন্যদিকে স্পট সিলভারের দাম ১.৭ শতাংশ বেড়ে আউন্স প্রতি ৪৮.৩৪ ডলার হয়েছে, প্ল্যাটিনাম ০.৯ শতাংশ বেড়ে এক হাজার ৫৯৮.৫৫ হয়েছে এবং প্যালাডিয়াম ১ শতাংশ বেড়ে এক হাজার ৪১৫.৫২-এ পৌঁছেছে।রয়টার্স
Exit mobile version