Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু ৫ জনের, আক্রান্ত আরো ১১৪৭ জন

অনলাইন ডেস্ক :

 

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৪৭ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭২ হাজার ৮২২ জন হাসপাতালে ভর্তি হয়, তাদের মধ্যে মারা গেছে ২৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, একজন রাজশাহী বিভাগের এবং বাকি তিনজন ঢাকা বিভাগের রোগী ছিলেন। নতুন আক্রান্তদের মধ্যে ৬৪ দশমিক ১ শতাংশ পুরুষ।

Exit mobile version