

শেখ হাসান বেলাল : মাঝে মাঝে ঠিক এমনটাই হয় … যেমনটা হিসেব করি, যেমনটা খুব করে চাই, জীবনটা ঠিক সেভাবেই চলতে থাকে … তারপর হুট করে বদলে যায় সব … খুব করে যখন রোদ্দুর চাই, বৃষ্টি এসে স্বপ্নগুলোকে ভাসিয়ে দেয় …
পৃথিবীটা আমার মত হবে না … পৃথিবীটা তোমার মত হবে না … পৃথিবীটা তার মত করে চলছে, চলবে … যতক্ষণ আমার ইচ্ছেগুলোর সাথে পৃথিবীর চিত্রনাট্য সমান্তরালে চলছে, আমার জীবনটা ততক্ষণই গল্পের মত সুন্দর … ঠিক যখনই পৃথিবী আর তার মানুষগুলো আমার ইচ্ছের বিরুদ্ধে চলে যাচ্ছে, সেই গল্পের নাম হয়ে যায় বাস্তবতা !!
বাস্তবতা কেমন যেন অসহ্য রকমের সত্য … সব বুঝেও বুঝতে চাই না, সব জেনেও মানতে চাই না !!
বাস্তবতা যখন আঘাত করে, চোখমুখ শক্ত করে নিজেকে বলি, আর কখনোই এই পৃথিবী আর তার মানুষগুলো থেকে কিচ্ছু আশা করবো না … পৃথিবী তখন মুচকি হাসে … সে জানে, তার গল্পের মত করে দু’দিন চললেই আবার আমি বোকার মত আশা করতে থাকবো !!
বোকা মানুষগুলো আশায় বাঁচে আর হতাশায় ধুকে ধুকে মরতে থাকে … বারবার মনে করিয়ে দেয়ার পরেও বোকা মানুষগুলো ভুলে যায় !