ডিপি ডেস্ক :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে শনিবার (৩ নভেম্বর) থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শতবর্ষের ঐতিহ্যবাহী তিন দিনের রাস উৎসব।আধ্যাত্মিক আবহ, ধর্মীয় আচার ও প্রকৃতির মহিমায় ভক্ত তীর্থযাত্রীদের পদচারণায় মুখর হতে যাচ্ছে আলোরকোলের এই কিংবদন্তি দ্বীপ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাদ্যযন্ত্র, পূজার সামগ্রী ও নৌযান নিয়ে তীর্থযাত্রীরা ইতোমধ্যেই রাস উৎসবস্থল দুবলার চরে পৌঁছেছেন।রাসমেলা উপলক্ষে এবার শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের প্রবেশের অনুমতি দিয়েছে বনবিভাগ।
উৎসবস্থলে সাধারণ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হলেও সুন্দরবনের অন্যান্য স্পটে যেতে পারছেন পর্যটকরা।সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান বলেন, শনিবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে নৌযানগুলো যাত্রা শুরু করেছে। তবে কী পরিমাণ জলযান ও তীর্থযাত্রী এবার রাস উৎসবে পৌঁছেছে সেটি এখনও বলা যাচ্ছে না। এদিকে রাস উৎসবকে ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
কোস্টগার্ডের পাশাপাশি র্যাব, পুলিশের টহল অব্যাহত রয়েছে। কোস্টগার্ডের পশ্চিমাঞ্চল জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান বলেন, রাস উৎসবকে ঘিরে নিরাপত্তা ছাড়াও হরিণ শিকার রোধেও কঠোর অবস্থানে রয়েছে কোস্ট গার্ড।
কোস্টগার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আবরার বলেন, পুণ্যার্থীদের আগমন থেকে শুরু করে প্রস্থান পর্যন্ত তাদের টহল অব্যাহত থাকবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.