Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৭৪৮ জন

অনলাইন ডেস্ক :

সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৭৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ২০৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে এই সময়ে অন্যান্য অপরাধে আরও ৫৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, একটি দেশীয় পাইপগান, একটি এলজি, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড কার্তুজ, একটি কিরিচ ও ৩টি ধারালো ছুরি জব্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

Exit mobile version