
ডিপি ডেস্ক :
জামালপুর সদর উপজেলায় গৃহবধূকে অপহরণের পর ধর্ষণের দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাংঙ্গা এলাকার মোন্নাফের ছেলে মো. মজনু মিয়া (২৫) ও ইমান আলীর ছেলে মো. জহুরুল ইসলাম (৪০), একই উপজেলার রান্ধনিগাছা এলাকার মৃত হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ খন্দকার (৫৯) ও মো. আবুল কাশেমের ছেলে মো. মমিন মিয়া (৪০)।আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি বিকেলে মেলান্দহ উপজেলা থেকে স্বামীর বাড়ি যাচ্ছিলেন ভুক্তভোগী গৃহবধূ।পথিমধ্যে সদর উপজেলার রশিদপুর এলাকায় সিএনজি অটোরিকশাযোগে তাকে অপহরণ করে সাজাপ্রাপ্তরা। পরে হানিফ খন্দকারের বাড়ি থেকে উদ্ধার করা হয় তাকে। এরপর গৃহবধূর বাবা বাদী হয়ে জামালপুর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা করেন। সেই মামলায় ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা শেষে রায় প্রদান করেন আদালত।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ধর্ষণ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.