প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ১১:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ৯:৪২ পি.এম
অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি
ডিপি ডেস্ক :
চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গোভনীয়া গ্রামে প্রবাসী মীর হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘরে প্রবেশ করে মীর হোসেনের পরিবারের তিন সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করেন। এরপর তাদের বেঁধে মুঠোফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
মীর হোসেনের স্ত্রী মাসুদা আক্তার বলেন, তার স্বামী সংযুক্ত আরব আমিরাতে থাকেন। বুধবার রাতে ঘরে তার অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলে, উচ্চ মাধ্যমিক পাস করা ছোট মেয়ে ও বড় মেয়ের কন্যা শিশু ছিল। ডাকাতদল হঠাৎ শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে পড়েন। এরপর তার ছেলে ও মেয়েকে হাত বেঁধে পাশের কক্ষে ফেলে রাখেন।ডাকাতরা আমার ছেলে ও ছোট নাতনির গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেয়। পরে তারা আমার কানের দুল, গলার চেইন, মেয়ের কানের দুল, নগদ সাড়ে ৯ হাজার টাকা, তিনটি মুঠোফোন ও একটি হাতঘড়ি নিয়ে যায়। ঘরের ভেতর ৬ জন ডাকাত প্রবেশ করলেও বাইরে আরো কয়েকজন পাহারায় ছিল। ডাকাতরা চলে গেলে আমরা একজন আরেকজনের হাতের বাঁধন খুলে রাতেই পাশের এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে আশ্রয় নিই।
প্রতিবেশী সেলিম উদ্দিন বলেন, প্রবাসী মীর হোসেনের ঘরে ডাকাতির খবর পেয়ে সকালে গিয়ে দেখি আলমারি খুলে কাপড়চোপড়সহ জিনিসপত্র সব তছনছ করে রাখা হয়েছে। এ ছাড়া দরজা ভাঙার কাজে ব্যবহৃত শাবলও ফেলে গেছে ডাকাতরা। পরিবারের সদস্যরা এখনো আতঙ্কে ভুগছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ডাকাতির ঘটনা কেউ আমাকে জানায়নি। আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখব।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.