প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ৫:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ১২:৩২ এ.এম
খুলনায় দুর্বৃত্তের গুলিতে প্রবাস ফেরত যুবক নিহত
ডিপি ডেস্ক :
খুলনার দুর্বৃত্তদের গুলিতে সোহেল হাওলাদার (৪৫) নামের এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে পূর্ব রূপসার নৈহাটি ইউনিয়নের রামনগর এলাকায় মানিক সরদারের মাঠের পাশে এ ঘটনা ঘটে।সোহেল হাওলাদার রহিমনগর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরব ছিলেন এবং কয়েকদিন আগে দেশে ফেরেন।
স্থানীয়রা জানান, সোহেল হাওলাদার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে মুখে গুলি করে। সংবাদ পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে আসলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। সোহেল ঘটনাস্থলেই মারা যান।নিহত সোহেলের স্ত্রী ও একমাত্র ছেলে সন্তান রয়েছে। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না।
রূপসা থানার ওসি (তদন্ত) আব্দুর সবুর খান জানান, সোহেল রুটি ও দই কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। দুর্বৃত্তদের ছোড়া আটটি গুলি তার শরীরের বিভিন্ন স্থানে লাগে।হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.