ডিপি ডেস্ক :
চট্টগ্রামের বোয়ালখালীতে এক কলেজছাত্রীর গোসলের ভিডিও ফুটেজ ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে শিক্ষার্থীর আত্মীয়-স্বজনদের কাছে প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা গ্রামের খাজা নগরের মো. লোকমানের ছেলে আব্দুল শুকুর রায়হান বাদশা (১৬), আহাম্মদ হোসেনের ছেলে ইমতিয়াজ হোসেন আহাদ (১৮) ও মো. সোলায়মানের ছেলে নুরুল আলম বাঁধন (১৯)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, গত সোমবার (১০ নভেম্বর) এক কলেজছাত্রীর মা বাদী হয়ে তিন যুবকের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। এরপর অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, এইচএসসি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত এক শিক্ষার্থীর বাথরুমে গোসলের সময় বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নগ্ন ভিডিও ধারণ করে, তা শিক্ষার্থীর আত্মীয়-স্বজনদের ফেসবুক মেসেঞ্জারে পাঠাচ্ছিল ওই যুবকরা।
শিক্ষার্থীর মা বলেন, আহাদ দীর্ঘদিন ধরে কলেজে আসা-যাওয়ার পথে আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। এতে সাড়া না দেওয়ায় সে ক্ষতি করার হুমকি-ধমকি দেয়। গত ১০ নভেম্বর দুপুর দেড়টার দিকে আমাকে আমার এক প্রতিবেশি মোবাইলে নগ্ন ভিডিও দেখিয়ে জানান, তার দূর সম্পর্কের এক আত্মীয় ফেসবুক মেসেঞ্জারে ভিডিওটি পেয়ে তার কাছে নিশ্চিত হওয়ার জন্য পাঠিয়েছিল।
এ বিষয়ে কলেজছাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৮ জুলাই দুপুর ২টার দিকে বাথরুমে গোসলের সময় ভেন্টিলেটরের বাইরে কারো উপস্থিতি টের পেয়েছিল। তবে ডাক দেওয়ায় ওই লোক পালিয়ে যায়। আহাদ বাদশা ও বাঁধনের সহায়তায় গোপনে ভিডিও ধারণ করে তা মেসেঞ্জারে প্রচার করে আমার সম্মানহানিসহ সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করেছে। আমি এদের শাস্তি চাই।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.