Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ডিপি ডেস্ক :

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৭৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (১২ নভেম্বর) সকালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সদরের আকালুর ভিটার আবুবক্কারের ছেলে জুলহাস মিয়া (৪৮) ও একই উপজেলার মালভাঙ্গা গ্রামের আজিতুল্লাহ’র ছেলে আলতাব হোসেন (৪৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার এবং তাদের হেফাজত থেকে ৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা হয়েছে।

Exit mobile version