Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

১১ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

ডিপি ডেস্ক :

 

ফেনীতে ১১ লাখ ৪০ হাজার টাকার ইয়াবাসহ জহুরা বেগম (৪২) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে তাকে আটক করা হয়। সে কক্সবাজারের কুতুপলং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রহিম উল্ল্যাহর মেয়ে।

র‌্যাব সূত্র জানায়, ফেনী সদর থানাধীন গোবিন্দপুর এলাকা থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ একজন পেশাদার নারী মাদক কারবারি চট্টগ্রাম-বরিশালগামী বলেশ্বর বাসে যাত্রীবেশে চট্টগ্রাম থেকে বরিশালের উদ্দেশে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‌্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়িটির জন্য অপেক্ষা করতে থাকে।

চেকপোস্ট চলাকালে গাড়িটি উক্ত স্থানে পৌঁছালে বাসের সুপারভাইজার, স্টাফ ও বাসে থাকা যাত্রীদের সহায়তায় বাসে তল্লাশিকালে অভিযুক্ত জহুরা বেগম (৪২) নামে রোহিঙ্গা নারীকে আটক করা হয়। ওই নারীর শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা।র‌্যাব-৭-এর ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমান জানান, আটক নারী একজন রোহিঙ্গা। তিনি পেশাদার মাদক কারবারি।তাকে অভিযুক্ত করে ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Exit mobile version