
কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতসহ ইসলামী সমমনা ৮ দলের নেতাকর্মীরা। শুক্রবার বিকালে কুষ্টিয়া শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কুষ্টিয়া চৌড়হাস মোড় থেকে শুরু হয়ে কুষ্টিয়া মজমপুর গেট হয়ে পৌরসভার সামনে সমাবেশে মিলিত হয়।
মিছিলে ৮ দলের কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহন করেন। মিছিলে বক্তব্য প্রদান করেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, ইসলামী আন্দোলনের কুষ্টিয়া জেলা সভাপতি আলহাজ¦ আহাম্মদ আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, খেলাফত মজলিসের কেন্দ্রিয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক, জামায়াতের খোকসা কুমারখালী আসনের জামায়াত মনোনীত প্রার্থী আফজাল হোসেন, মিরপুর ভেড়ামারা আসনের জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল গফুর, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী মাওলানা আরিফুজ্জামান, বক্তব্য রাখেন মাওলানা তৌহিদুল ইসলাম, ইব্রাহিম খলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ৮ দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালন করেন জামায়াতের কুষ্টিয়া শহর আমীর এনামুল হক।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.