ডিপি ডেস্ক :
নাটোরের গুরুদাসপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় খোদেজা বেগম নামের এক বৃদ্ধা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক ও পেছনে থাকা আরোহী। আজ রবিবার (১৬ নভেম্বর) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজারে ওই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, তিন সন্তানের জননী দিনমুজুর খোদেজা বেগম (৭০) পার্শ্ববর্তী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রতাপ গ্রামের মৃত শুকুর আলীর স্ত্রী।
মোটরসাইকেল চালক আবু সামা (২৮) ও আরোহী ইসমাইল হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুরের গোপিনাথপুর গ্রামের বারেক মোল্লার ছেলে। তারা নাটোরের দর্শনীয় স্থান উত্তরা গণভবন ও রাজবাড়ি দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।
খোদেজার ননদ সুফিয়া বেগম জানান, রসুন লাগানো কাজের খোঁজে তারা নয়াবাজার এলাকায় এসেছিলেন। রাস্তা পাড় হতে গিয়ে তার ভাবি মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শারমিন সুলতানা লুনা তাকে মৃত ঘোষণা করেন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল জব্দ করে চালক ও আরোহীকে হেফাজতে নেওয়া হয়েছে। সড়ক পরিবহন আইনে তাদের নামে মামলার প্রস্তুতি চলছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.