Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ফেসবুক ৫০০ কোটির মাইলফলক স্পর্শ করল

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সময়ে বিশ্বে যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফেসবুক। এবার সোশ্যাল জায়ান্ট ফেসবুকের পালকে আরেকটি রেকর্ড যুক্ত হয়েছে। সেটা হলো- অ্যান্ড্রয়েড চালিত ডিভাইসে ৫০০ কোটি ডাউনলোডের মাইলফলক স্পর্শ করেছে ফেসবুক অ্যাপ।

বলা হচ্ছে, সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে কোনো কিছু গুগল জনপ্রিয় করতে না পারায় পুরোটা সুবিধা পেয়েছে ফেসবুক।

বেশ কয়েকবার গুগল সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করার চেষ্টা চালিয়েছে। কিন্তু ফেসবুক ব্যবহারকারীদের সেই অর্থে নিজেদের ডোরে টানতে পারে নি। এখন গুগলের অ্যাপ বাদে বাইরের কোনো অ্যাপ হিসেবে বৈশ্বিক পর্যায়ে ৫০০ কোটি ডাউনলোডের মাইলফলক পেরিয়ে গেল ফেসবুক।

যদিও গুগলের বিভিন্ন অ্যাপ স্মার্টফোনে প্রি-ইনস্টল করা থাকে। কিন্তু স্যামসাংয়ের ফোন বাদে অন্য স্মার্টফোনে ফেসবুকের অ্যাপ প্রি-ইনস্টল করা থাকে না। সেক্ষেত্রে এটি ফেসবুকের জন্য বিশাল অর্জন।

এছাড়া ৫০০ কোটি ডাউনলোডের মাইলফলক ছাড়িয়ে যাওয়া অন্য অ্যাপগুলো হলো- গুগল ক্রোম, গুগল সার্চ, গুগল ম্যাপস, গুগল টেক্সট টু স্পিচ, ইউটিউব ও জি-মেইল।

ফেসবুকের পরেই ৫০০ কোটি ডাউনলোডের দিকে এগিয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

Exit mobile version