কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন -কেইউজে'র ( রেজিঃ নং - খুলনা ২০৬৯) কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৮ নভেম্বর দুপুর ২ টায় ইউনিয়নের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন -কেইউজে'র সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শামিম উল হাসান অপু। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আজও স্বাধীন হতে পারে নি গণমাধ্যম। স্বৈরাচারের দোসরদের বিভিন্ন গণমাধ্যমে ক্ষমতায় পুনর্বাসন করা হয়েছে। দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশন বন্ধ করে রাখা হয়েছে, অপরদিকে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের হত্যা চেষ্টা মামলার আসামিদের নির্বিঘ্নে জামিন দেওয়া হয়েছে , অন্য আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ো তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না।
দেশের সাংবাদিক নির্যাতন চলছে অব্যাহতভাবে। কুষ্টিয়া সাংবাদিক রুবেল, সাগর-রুনির হত্যার বিচার হয়নি আজো। সাংবাদিকদের দাবি ওয়েজ বোর্ডের বাস্তবায়ন ঘটেনি। এই পরিস্থিতির মধ্যেও আমরা আমাদের সংগ্রাম ও লড়াই চালিয়ে যাচ্ছি নিরন্তর।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মজিবুল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ জিহাদ, কোষাধ্যক্ষ এনামুল হক, দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমান, প্রচার সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল ও নির্বাহী সদস্য খন্দকার তুহিন আহম্মেদ। সভায় ইউনিয়ন কে আরো সমৃদ্ধ ও বেগবান করতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.