
ডিপি ডেস্ক :
চট্টগ্রামের মিরসরাইয়ের একটি বিয়েবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিদের স্বর্ণালংকার ও টাকা লুট করে ডাকাতরা। আজ শনিবার (২২ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজীশ্বরাই গ্রামে প্রবাসী আবদুল মান্নান ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে।
ডাকাতির শিকার পরিবারের সদস্যরা জানান, প্রবাসী আবদুল মান্নানের মেয়ের বিয়ে উপলক্ষে গতকাল শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সন্ধ্যা ৭টার দিকে কনেকে নিয়ে যায় বর পক্ষ। বিয়ে উপলক্ষে মান্নানের বাড়িতে আসা বেশিরভাগ অতিথি সন্ধ্যার পর বিদায় নিলেও কয়েকজন রাতে ছিলেন। এর মধ্যেই রাত ৩টার দিকে মান্নানের দ্বিতল ঘরটির সদর দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে ডাকাত দল। এরপর পরিবারের সদস্য ও অতিথিদের বেঁধে রেখে তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়।
প্রবাসী আবদুল মান্নানের স্ত্রী রোজিনা আক্তারের ভাই ও স্থানীয় ইউপি সদস্য নুরুল আনোয়ার বলেন, ‘ডাকাতদল অন্তত ১৫ ভরি স্বর্ণালংকার ও ঘরে থাকা ১ লাখ টাকা নিয়ে গেছে। এই ঘটনার পর বাড়ির লোকজন আতঙ্কে রয়েছেন। আজ শনিবার বরপক্ষ বউভাত অনুষ্ঠানের আয়োজন করলেও সেখানে মেয়ের পরিবারের কেউ যেতে পারছেন না।
জানতে চাইলে জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, ‘রাতে যে বাড়িতে ডাকাতি হয়েছে তার আশপাশেই আমাদের টহল টিম ও স্থানীয় গ্রাম পাহারাদার ছিল।খবর পেয়ে আমরা দ্রুত সাড়া দিলেও ডাকাত দল বাড়ির পেছনের ধানক্ষেত দিয়ে পালিয়ে গেছে।
তিনি আরো বলেন, ‘মহাসড়ককেন্দ্রিক একটি ডাকাত চক্র আশপাশের বাড়িতে ঢুকে ডাকাতি করে আবার চলে যায়। আমরা ডাকাত চক্রটিকে গ্রেফতারের চেষ্টা করছি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.