Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত দুই

ডিপি ডেস্ক :

চুয়াডাঙ্গার আলুকদিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পারভীনা খাতুন (৪৫) নামে এক নারী ভ্যানযাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় ভ্যানচালকসহ আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।

আজ রবিবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভীনা খাতুন আলুকদিয়া মনিরামপুর গ্রামের মৃত রাজু হোসেনের স্ত্রী।

এ বিষয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুদি সামগ্রী কিনে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন পারভীনা খাতুন। আলুকদিয়া বাজারে পৌঁছালে পিছন দিক থেকে আসা আল্লাহর দান নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পারভীনার মৃত্যু হয় এবং ভ্যানচালকসহ আরো একজন গুরুতর আহত হন। পরে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর খালিদ হুসাইন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের নিচে আটকে থাকা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।

Exit mobile version