রূপসা প্রতিনিধি (খুলনা ) : পূজা উপলক্ষে অতিরিক্ত মদ্যপান করায় খুলনার রূপসা উপজেলার নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার রাজাপুর গ্রামের সমীর বিশ্বাসের স্ত্রী ইন্দ্রানী বিশ্বাস (২৫), নির্মল দাসের ছেলে দিপ্ত দাস (২২) ও সত্যরঞ্জন দাসের ছেলে পরিমল দাস (২৫)।
বুধবার (৯ অক্টোবর) বিকালে দুইজন এবং মঙ্গলবার (৮ অক্টোবর) গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
এর আগে গত ৬ সেপ্টেম্বর উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর গ্রামে পূজা উপলক্ষে মদ্যপান করেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর অষ্টমী পূজার দিনে অতিরিক্ত মদ্যপান করার কারণে তারা তিনজন অসুস্থ হয়ে পড়ে। এ সময় পরিমল দাসকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইদ্রানী ও দিপ্ত দাসকে খুলনা সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে পরিমল দাস এবং বুধবার বিকালে দিপ্ত ও ইন্দ্রানীর মৃত্যু হয়।
রূপসা থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিনজনকে রূপসা শ্মশান ঘাটে সৎকার করা হয়েছে।