প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৫, ১:৪৬ এ.এম
ঝিনাইদহে প্রবাসীর বাড়িতে স্বর্ণালংকার ৭ ভরি ,নগদ ৩ লাখ টাকা চুরি
ডিপি ডেস্ক :
ঝিনাইদহ সদরে এক কুয়েত প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের হামদহ ইসলাম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।কুয়েত প্রবাসী শেখের আলী জানান, ঘটনার সময় তারা কেউ বাড়িতে ছিলেন না। গত রবিবার আমার শ্বশুরবাড়ি ঝালকাঠিতে আমরা বেড়াতে এসেছি।
এ অবস্থায় আমার প্রতিবেশী বাপ্পী আমার স্ত্রীকে ফোন করে জানান, আমার বাড়িতে চুরি হচ্ছে- তারা শব্দ শুনতে পাচ্ছেন, তবে ভয়ে কেউ যেতে পারছেন না। আমার ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা চোরেরা নিয়ে গেছে।
সদর ফাঁড়ির উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, জরুরি সেবা ৯৯৯ কল করে আমাদের বিষয়টি জানানো হয়। তখন ডিউটি চলছিল, আমি সঙ্গীয় ফোর্স নিয়ে বাড়িটি পরিদর্শন করেছি, ভুক্তভোগী বাড়ি ফিরে মামলা করলে মামলা নেওয়া হবে।