
অনলাইন ডেস্ক :
ভূমিকম্পের আগে ব্যবহারকারীদের সতর্ক করার উদ্যোগ নিয়েছে সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল। চলতি বছরের এপ্রিল মাসে গুগলের এক ব্লগপোস্টে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্পের সময় মানুষ প্রায়ই আতঙ্কিত হয়ে পড়েন। আগে থেকে কোনো সতর্কবার্তা না পেলে অনেকে দুর্ঘটনার শিকার হন। এই কারণে গুগল ‘আর্থকুয়েক অ্যালার্ট’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে আগেভাগে অবহিত করবে।
ব্লগপোস্টে আরও বলা হয়েছে, 'ফিচারটি আমরা গত বছরের আগস্টে চালু করেছি। ইতোমধ্যেই নিউজিল্যান্ড ও গ্রিসের ব্যবহারকারীরা এটি ব্যবহার করছেন। আশা করা হচ্ছে, বিশ্বব্যাপী চালু হওয়ার পর এটি ব্যাপক জনপ্রিয়তা পাবে।
গুগলের ফিলিপাইন বিষয়ক কান্ট্রি ডিরেক্টর বার্নাডেট নাকারিও বলেন, ফিলিপাইনে অচিরেই এই ফিচার চালু হবে। আর্থকুয়েক অ্যালার্ট ফিচারের মাধ্যমে আমরা দেশটিতে আমাদের পণ্য ও সেবার প্রচার-প্রসারও বাড়াতে চাই।সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.