Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

মেহেরপুরে ছাদ থেকে পড়ে মোটরসাইকেল মেকানিকের মৃত্যু

ডিপি ডেস্ক :

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে মোহাম্মদ পিন্টু (৫০) নামে এক মোটরসাইকেল মেকানিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটলেও তিনি মারা যান আজ শনিবার (২৯ নভেম্বর) ভোর রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।নিহত পিন্টু গোভীপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি সদর উপজেলা মোটর পার্টস ব্যবসায়ী ও মেকানিক সমিতির সভাপতি ছিলেন।

এ বিষয়ে পরিবার ও স্থানীয়সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে বাড়ির ছাদে উঠেছিলেন পিন্টু। এসময় তিনি হঠাৎ নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে তার অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দীর্ঘদিন ধরে মোটরসাইকেল মেকানিক হিসেবে কাজ করে সংসার চালিয়ে আসা পিন্টু স্ত্রী ও দুই মেয়েকে রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Exit mobile version